গীত 70:2 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)2 যাহারা আমার প্রাণের অন্বেষণ করে, তাহারা লজ্জিত ও হতাশ হউক; যাহারা আমার বিপদে প্রীত হয়, তাহারা ফিরিয়া যাউক, অপমানিত হউক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 যারা আমার প্রাণের খোঁজ করে, তারা লজ্জিত ও হতাশ হোক; যারা আমার বিপদ দেখতে চায়, তারা ফিরে যাক, অপমানিত হোক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 যারা আমার প্রাণনাশের চেষ্টা করে, তারা যেন লজ্জিত ও অপমানিত হয়; যারা আমার ধ্বংস কামনা করে তারা যেন লাঞ্ছনায় পিছু ফিরে যায়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 যারা আমার জীবন নাশের চেষ্টা করে, লজ্জিত হোক, বিভ্রান্ত হোক তারা, যারা আমার অনিষ্ট কামনা করে, অপদস্থ হোক তারা, ব্যর্থ হোক তাদের পরিকল্পনা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 যাহারা আমার প্রাণের অন্বেষণ করে, তাহারা লজ্জিত ও হতাশ হউক; যাহারা আমার বিপদে প্রীত হয়, তাহারা ফিরিয়া যাউক, অপমানিত হউক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 লোকে আমায় হত্যা করার চেষ্টা করছে। ওদের নিরাশ করুন! ওদের লজ্জিত বোধ করান! যে সব লোক আমার খারাপ করতে চায় তাদের যেন পতন হয় ও তারা যেন লজ্জা পায়। অধ্যায় দেখুন |