গীত 7:8 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)8 সদাপ্রভু জাতিগণের বিচার করেন; হে সদাপ্রভু, আমার ধার্মিকতা ও আমার আন্তরিক সিদ্ধতানুসারে আমার বিচার কর। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 মাবুদ জাতিদের বিচার করেন; হে মাবুদ, আমার ধার্মিকতা ও আমার আন্তরিক সিদ্ধতানুসারে আমার বিচার কর। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 সদাপ্রভু সব মানুষের বিচার করুক। আমার ধার্মিকতা অনুযায়ী, হে সদাপ্রভু, আমার সততার বলে, হে পরাৎপর, আমাকে নির্দোষ মান্য করো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 হে প্রভু পরমেশ্বর, তুমি সর্বমানবের বিচারক। তুমি জান হে প্রভু, আমি নির্দোষ, ন্যায়বিচার সম্পন্ন কর আমার সপক্ষে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 সদাপ্রভু জাতিগণের বিচার করেন; হে সদাপ্রভু, আমার ধার্ম্মিকতা ও আমার আন্তরিক সিদ্ধতানুসারে আমার বিচার কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 এবং লোকদের বিচার করুন। হে প্রভু, আমারও বিচার করুন। প্রমাণ করুন আমি সত্য পথে আছি। প্রমাণ করুন আমি নিষ্পাপ। অধ্যায় দেখুন |