গীত 7:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 যদি আমি প্রণয়ীর অপকার করিয়া থাকি, (বরং যে অকারণে আমার বৈরী, তাহাকেও উদ্ধার করিয়াছি,) অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 যদি আমি বন্ধুর অপকার করে থাকি, (বরং যে অকারণে আমার দুশমন, তাকেও উদ্ধার করেছি), তবে দুশমন দৌঁড়ে আমার প্রাণ ধরুক, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 যদি আমি বন্ধুর প্রতি বিশ্বাসঘাতকতা করেছি যদি অকারণে আমার শত্রুকে লুট করেছি; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 যদি করে থাকি বন্ধুজনের অপকার অকারণে পীড়ন করে থাকি শত্রুকে, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 যদি আমি প্রণয়ীর অপকার করিয়া থাকি, (বরং যে অকারণে আমার বৈরী, তাহাকেও উদ্ধার করিয়াছি,) অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4-6 প্রভু আমার ঈশ্বর, যদি আমার বাক্য কোন মন্দ কাজ করে থাকে এবং যদি আমি আমার বন্ধুর প্রতি কোন অন্যায় কাজ করে থাকি এবং যদি কোন কারণ ছাড়াই শত্রুর কাছ থেকে কোন জিনিস নিয়ে থাকি বা আক্রমণ করে থাকি তাহলে আমার শত্রুরা যেন আমাকে খুঁজে ধরে ফেলে এবং আমাকে হত্যা করে আমার জীবন ধূলোয় মিশিয়ে দেয় এবং আমার আত্মাকে পাতালে পাঠিয়ে দেয়। অধ্যায় দেখুন |