গীত 7:17 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)17 আমি সদাপ্রভুর ধর্মশীলতানুসারে তাঁহার স্তব করিব, পরাৎপর সদাপ্রভুর নামের প্রশংসা গান করিব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 আমি মাবুদের ধর্মশীলতানুসারে তাঁর শুকরিয়া আদায় করবো, সর্বশক্তিমান মাবুদের নামের প্রশংসা গান করবো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 আমি সদাপ্রভুকে তাঁর ধার্মিকতার জন্য ধন্যবাদ দেব; আমি সদাপ্রভু পরাৎপরের নামের স্তুতিগান করব। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 প্রভু ন্যায়পরায়ণ, আমি গাইব তাঁর বন্দনা গান, সুখী হব আমি পরাৎপর ঈশ্বরের স্তুতি গানে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 আমি সদাপ্রভুর ধর্ম্মশীলতানুসারে তাঁহার স্তব করিব, পরাৎপর সদাপ্রভুর নামের প্রশংসা গান করিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 আমি প্রভুর প্রশংসা করি, কারণ তিনি ভালো। আমি পরাৎপর প্রভুর নামের প্রশংসা করি। অধ্যায় দেখুন |