গীত 7:10 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)10 ঈশ্বর আমার ঢালধারী, তিনি সরল চিত্তদের ত্রাণকর্তা। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 আল্লাহ্ আমার ঢালধারী, তিনি সরল চিত্তদের রক্ষাকর্তা। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 পরাৎপর ঈশ্বর আমার ঢাল, যিনি ন্যায়পরায়ণদের রক্ষা করেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 ঈশ্বর আমার ঢালস্বরূপ, তিনি ন্যায়পরায়ণদের করেন উদ্ধার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 ঈশ্বর আমার ঢালধারী, তিনি সরলচিত্তদের ত্রাণকর্ত্তা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 যাদের হৃদয় সৎ তাদের ঈশ্বর সাহায্য করেন। তাই ঈশ্বর আমাকে রক্ষা করবেন। অধ্যায় দেখুন |
আর হে আমার পুত্র শলোমন, তুমি আপন পিতার ঈশ্বরকে জ্ঞাত হও, এবং একাগ্র অন্তঃকরণে ও ইচ্ছুক মনে তাঁহার সেবা কর; কেননা সদাপ্রভু সমস্ত অন্তঃকরণের অনুসন্ধান করেন, ও চিন্তার সমস্ত কল্পনা বুঝেন; তুমি যদি তাঁহার অন্বেষণ কর, তবে তিনি তোমাকে আপনার উদ্দেশ পাইতে দিবেন, কিন্তু যদি তাঁহাকে ত্যাগ কর, তবে তিনি তোমাকে চিরকালের জন্য দূর করিবেন।