গীত 69:28 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)28 জীবন-পুস্তক হইতে তাহাদের নাম লুপ্ত হউক, ধার্মিকগণের সহিত তাহাদের অঙ্কপাত না হউক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস28 জীবন-কিতাব থেকে তাদের নাম মুছে যাক, ধার্মিকদের সঙ্গে তারা তালিকাভুক্ত না হোক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ28 তাদের নাম যেন জীবনপুস্তক থেকে মুছে দেওয়া হয় আর ধার্মিকদের সাথে যেন তাদের গণ্য করা না হয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28 লুপ্ত হোক ওদের নাম তোমার জীবন পুস্তক থেকে, না থাকুক ওদের নাম তোমার ভক্তবৃন্দের তালিকায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 জীবন-পুস্তক হইতে তাহাদের নাম লুপ্ত হউক, ধার্ম্মিকগণের সহিত তাহাদের অঙ্কপাত না হউক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল28 জীবনের গ্রন্থ থেকে ওদের নাম মুছে দিন। জীবনের পুস্তকে ধার্ম্মিক লোকদের নামের সঙ্গে ওদের নাম লিখবেন না! অধ্যায় দেখুন |