গীত 69:17 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)17 তোমার এই দাস হইতে মুখ আচ্ছাদন করিও না; কারণ আমি সঙ্কটাপন্ন, ত্বরায় আমাকে উত্তর দেও। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 তোমার এই গোলামের কাছ থেকে মুখ আচ্ছাদন করো না; কারণ আমি সঙ্কটাপন্ন, ত্বরায় আমাকে উত্তর দাও। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 তোমার দাসের কাছ থেকে তোমার মুখ লুকিয়ে রেখো না; আমাকে তাড়াতাড়ি উত্তর দাও, কারণ আমি বিপদে রয়েছি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 আড়ার করো না তোমার শ্রীমুখ তোমার এ দাসের কাছে, দুর্দশাগ্রস্ত আমি, সত্বর আমাকে উত্তর দাও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 তোমার এই দাস হইতে মুখ আচ্ছাদন করিও না; কারণ আমি সঙ্কটাপন্ন, ত্বরায় আমাকে উত্তর দেও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 আপনার দাসের কাছ থেকে দূরে সরে যাবেন না। আমি সংকটের মধ্যে পড়েছি! তাড়াতাড়ি আমায় সাহায্য করুন! অধ্যায় দেখুন |