গীত 69:16 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)16 হে সদাপ্রভু, আমাকে উত্তর দেও, কেননা তোমার দয়া উত্তম; তোমার কৃপার বাহুল্যানুসারে আমার প্রতি মুখ ফিরাও। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 হে মাবুদ, আমাকে উত্তর দাও, কেননা তোমার অটল মহব্বত উত্তম; তোমার প্রচুর করুণার দরুন আমার প্রতি মুখ ফিরাও। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 হে সদাপ্রভু, তোমার প্রেমের উত্তমতায় আমাকে উত্তর দাও; তোমার মহান দয়াতে আমার দিকে ফেরো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 হে প্রভু পরমেশ্বর, তোমার কল্যাণময় অবিচল প্রেমের গুণে, উত্তর দাও আমায়, ফিরে চাও আমার দিকে, তোমার অপার করুণায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 হে সদাপ্রভু, আমাকে উত্তর দেও, কেননা তোমার দয়া উত্তম; তোমার কৃপার বাহুল্যানুসারে আমার প্রতি মুখ ফিরাও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 প্রভু, আপনার প্রেম ভালো, আপনার ভালোবাসা দিয়ে আমায় উত্তর দিন। আপনার সব দয়া নিয়ে আমার দিকে ফিরুন, আমায় সাহায্য করুন! অধ্যায় দেখুন |