গীত 68:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 হে ঈশ্বর, তুমি যখন নিজ প্রজাগণের অগ্রে অগ্রে যাইতেছিলে, যখন শুষ্ক ভূমি দিয়া গমন করিতেছিলে, [সেলা] অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 হে আল্লাহ্, তুমি যখন নিজের লোকদের আগে আগে যাচ্ছিলে, যখন শুকনো ভূমি দিয়ে গমন করছিলে, [সেলা।] অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 হে ঈশ্বর, যখন তুমি তোমার প্রজাদের মিশর দেশ থেকে বের করলে, যখন তুমি মরুপ্রান্তরের মধ্য দিয়ে অগ্রসর হলে, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 হে ঈশ্বর, তুমি যখন তোমার প্রজাদের পুরোবর্তী হয়ে মরুভূমি করেছিলে অতিক্রম, সেলা অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 হে ঈশ্বর, তুমি যখন নিজ প্রজাগণের অগ্রে অগ্রে যাইতেছিলে, যখন শুষ্ক ভূমি দিয়া গমন করিতেছিলে, সেলা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 ঈশ্বর, আপনিই আপনার লোকদের মিশর থেকে বেরিয়ে আসতে নেতৃত্ব দিয়েছিলেন। আপনিই মরুভূমিতে হেঁটে গিয়েছিলেন। অধ্যায় দেখুন |