গীত 68:29 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)29 যিরূশালেমে তোমার মন্দির আছে বলিয়া, রাজগণ তোমার উদ্দেশে উপহার আনিবেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস29 জেরুশালেমে তোমার এবাদতখানা আছে বলে, বাদশাহ্রা তোমার উদ্দেশে উপহার আনবেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ29 জেরুশালেমে তোমার মন্দিরের কারণে রাজারা তোমার উদ্দেশে উপহার নিয়ে আসবেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)29 জেরুশালেমে অবস্থিত তোমার মন্দির, নৃপতিরা যেখানে আনে উপহার তোমার উদ্দেশে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)29 যিরূশালেমে তোমার মন্দির আছে বলিয়া, রাজগণ তোমার উদ্দেশে উপহার আনিবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল29 জেরুশালেমে, আপনার প্রাসাদে আপনাকে উপহার দেবার জন্য রাজারা তাঁদের ঐশ্বর্য্য নিয়ে আসবেন। অধ্যায় দেখুন |