গীত 68:28 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)28 তোমার ঈশ্বর তোমার পরাক্রমের আজ্ঞা দিয়াছেন, হে ঈশ্বর, তুমি আমাদের নিমিত্ত যাহা সাধন করিয়াছ, তাহা পরাক্রান্ত কর। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস28 হে আল্লাহ্, তোমার পরাক্রমকে ডাক, হে আল্লাহ্, তোমার শক্তি দেখাও, যেমন তুমি আমাদের আগে সাধন করেছ, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ28 তোমার পরাক্রমকে তলব করো, হে ঈশ্বর; যেমন তুমি আগে করেছ সেভাবে তোমার শক্তি আমাদের দেখাও, হে আমাদের ঈশ্বর। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28 হে ঈশ্বর, দেখাও তোমার পরাক্রম, আমাদের পক্ষে কার্যসাধনকারী হে ঈশ্বর, প্রকাশ কর তোমার অমিত পরাক্রম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 তোমার ঈশ্বর তোমার পরাক্রমের আজ্ঞা দিয়াছেন, হে ঈশ্বর, তুমি আমাদের নিমিত্ত যাহা সাধন করিয়াছ, তাহা পরাক্রান্ত কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল28 ঈশ্বর, আপনার ক্ষমতা আমাদের দেখান! যে ক্ষমতা আমাদের জন্য অতীতে ব্যবহার করেছেন সেই ক্ষমতা প্রদর্শন করুন। অধ্যায় দেখুন |