গীত 68:25 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)25 অগ্রে গায়কগণ, পশ্চাতে বাদ্যকরগণ চলিল, বাদ্যবাদিনী কুমারীদের মধ্যস্থানে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 সম্মুখে গায়করা, পিছনে বাদ্যকররা চললো, বাদ্যবাদিনী কুমারীদের মধ্যস্থানে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ25 সবার সামনে গায়কেরা, তারপর সুরকারেরা; তাদের সঙ্গে খঞ্জনি বাজিয়ে যুবতী মহিলারা। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 শোভাযাত্রার পুরোভাগে গায়কদল, পশ্চাতে বাদকবৃন্দ, ক্ষত্রীকুল, মাঝখানে তরুণী কন্যারা যাচ্ছিল খঞ্জনী বাজিয়ে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 অগ্রে গায়কগণ, পশ্চাতে বাদ্যকরগণ চলিল, বাদ্যবাদিনী কুমারীদের মধ্যস্থানে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 প্রথমেই আসছে গায়করা, তাদের পেছনে রয়েছে বীণাযন্ত্র বাদ্যকারীগণ যাদের অনুসরণ করছিল খঞ্জণী বাজনারতা মেয়েরা। অধ্যায় দেখুন |