Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 68:24 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

24 হে ঈশ্বর, লোকে তোমার গমন দেখিয়াছে; পবিত্র স্থানে আমার ঈশ্বরের, আমার রাজার, গমন [দেখিয়াছে]।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

24 হে আল্লাহ্‌, লোকে তোমার গমন দেখেছে; পবিত্র স্থানে আমার আল্লাহ্‌র, আমার বাদশাহ্‌র, গমন দেখেছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

24 তোমার শোভাযাত্রা, হে ঈশ্বর, আমাদের চোখে পড়েছে, আমার ঈশ্বর ও রাজার পবিত্রস্থানে যাওয়ার শোভাযাত্রা।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

24 হে ঈশ্বর, তোমার জয়যাত্রা দেখেছে সর্বজনে, আমার ঈশ্বর, আমার রাজাকে, আমার রাজরাজেশ্বর ঈশ্বরকে ওরা প্রবেশ করতে দেখেছে পবিত্র মন্দিরে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

24 হে ঈশ্বর, লোকে তোমার গমন দেখিয়াছে; পবিত্র স্থানে আমার ঈশ্বরের, আমার রাজার, গমন [দেখিয়াছে]।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

24 ঈশ্বরের শোভাযাত্রার দিকে তাকিয়ে দেখ। আমার ঈশ্বর, আমার রাজার পবিত্র শোভাযাত্রার দিকে তাকিয়ে দেখ।

অধ্যায় দেখুন কপি




গীত 68:24
7 ক্রস রেফারেন্স  

এইরূপে আমি পবিত্র স্থানে তোমার মুখ চাহিয়া থাকিতাম, তোমার পরাক্রম ও তোমার গৌরব দেখিবার জন্য।


আর দায়ূদ ও সমস্ত ইস্রায়েল সমস্ত শক্তিতে ঈশ্বরের সম্মুখে গীত সহকারে বীণা, নেবল, তবল, করতাল ও তূরী বাজাইলেন।


তাহাতে মনুষ্যগণ কহিবে, ধার্মিক সত্যই ফল পায়, সত্যই পৃথিবীতে বিচারসাধক ঈশ্বর আছেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন