Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 68:21 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

21 ঈশ্বর অবশ্য আপন শত্রুগণের মস্তক ও কুপথগামীর সকেশ-কপাল চূর্ণ করিবেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

21 আল্লাহ্‌ অবশ্য তাঁর দুশমনদের মাথা ও কুপথগামীর কেশযুক্ত-কপাল চূর্ণ করবেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

21 নিশ্চয় ঈশ্বর তাঁর শত্রুদের মাথা, এবং তাদের চুলের মুকুট চূর্ণ করবেন যারা পাপের পথ ভালোবাসে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

21 ঈশ্বর চূর্ণ করবেন তাঁর শত্রুদের মস্তক, চূর্ণ করবেন দাম্ভিক পাপাচারীদের ঔদ্ধত্যের প্রতীক কেশদামে মণ্ডিত মস্তক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

21 ঈশ্বর অবশ্য আপন শত্রুগণের মস্তক ও কুপথগামীর সকেশ-কপাল চূর্ণ করিবেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

21 ঈশ্বর অবশ্যই দেখাবেন যে তিনি তাঁর শত্রুদের পরাজিত করেছেন। যারা তাঁর বিরুদ্ধে লড়াই করেছে ঈশ্বর তাদের শাস্তি দেবেন।

অধ্যায় দেখুন কপি




গীত 68:21
15 ক্রস রেফারেন্স  

তুমি যাত্রা করিলে, আপন প্রজাগণকে পরিত্রাণার্থে, আপন অভিষিক্ত লোকের পরিত্রাণার্থে; তুমি দুষ্টের গৃহের মস্তক চূর্ণ করিলে, কন্ঠদেশ পর্যন্ত তাহার মূল অনাবৃত করিলে। [সেলা]


তিনি জাতিদের মধ্যে বিচার করিবেন, তিনি শবে দেশ পরিপূর্ণ করিবেন; তিনি বিস্তীর্ণ দেশে মস্তক চূর্ণ করিবেন;


মনুষ্য যদি না ফিরে, তবে তিনি আপন খড়্‌গে শান দিবেন; তিনি নিজ ধনুকে চাড়া দিয়াছেন, তাহা প্রস্তুত করিয়াছেন।


আমি তোমাদিগকে বলিতেছি, তাহা নয়; বরং যদি মন না ফিরাও, তোমরা সকলেই তদ্রূপ বিনষ্ট হইবে।


দেখিও, যিনি কথা বলেন, তাঁহার কথা শুনিতে অসম্মত হইও না; কারণ যিনি পৃথিবীতে আদেশবাণী বলিয়াছিলেন, তাঁহার কথা শুনিতে অসম্মত হওয়াতে যখন ঐ লোকেরা রক্ষা পাইল না, তখন যিনি স্বর্গ হইতে বলিতেছেন, তাঁহা হইতে বিমুখ হইলে আমরা যে রক্ষা পাইব না, ইহা কত অধিক গুণে নিশ্চিত!


কিন্তু হে ঈশ্বর, তুমিই উহাদিগকে বিনাশের কূপে নামাইবে; রক্তপাতী ও ছলপ্রিয়েরা আয়ুর অর্ধকালও বাঁচিবে না; কিন্তু আমি তোমার উপরে নির্ভর করিব।


আবার তিনি তাহাদের নিকটে আর এক দাসকে পাঠাইলেন; তাহারা তাহার মাথা ভাঙ্গিয়া দিল ও অপমান করিল।


তুমি ঊর্ধ্বে উঠিয়াছ, বন্দিগণকে বন্দি করিয়াছ, মনুষ্যদের মধ্যে দান গ্রহণ করিয়াছ; এমন কি, বিদ্রোহীদের মধ্যেও গ্রহণ করিয়াছ, যেন সদাপ্রভু ঈশ্বর [তথায়] বাস করেন।


তখন মোশি লোকদিগকে কহিলেন, ভয় করিও না, সকলে স্থির হইয়া দাঁড়াও। সদাপ্রভু অদ্য তোমাদের যে নিস্তার করেন, তাহা দেখ; কেননা এই যে মিসরীয়দিগকে অদ্য দেখিতেছ, ইহাদিগকে আর কখনই দেখিবে না।


হাঁ, তিনিই তোমাকে ব্যাধের ফাঁদ হইতে, ও সর্বনাশক মারী হইতে রক্ষা করিবেন।


দেখ, ঈশ্বর আমার পরিত্রাণ; আমি সাহস করিব, ভীত হইব না; কেননা সদাপ্রভু যিহোবা আমার বল ও গান; তিনি আমার পরিত্রাণ হইয়াছেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন