Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 68:15 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

15 বাশন পর্বত ঈশ্বরের পর্বত; বাশন পর্বত বহুশৃঙ্গ পর্বত।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

15 বাশন পর্বত আল্লাহ্‌র পর্বত; বাশন পর্বত বহুশৃঙ্গ পর্বত।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

15 বাশনের পর্বতমালা মহিমান্বিত, অনেক উঁচু শৃঙ্গ গগনচুম্বী।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

15 হে গিরিরাজ বাশান পর্বত! বহুশৃঙ্গ মণ্ডিত বাশান-গিরি!

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

15 বাশন পর্ব্বত ঈশ্বরের পর্ব্বত; বাশন পর্ব্বত বহুশৃঙ্গ পর্ব্বত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

15 বাশন পর্বত অনেকগুলো শৃঙ্গ সম্বলিত এক বিরাট পর্বত।

অধ্যায় দেখুন কপি




গীত 68:15
7 ক্রস রেফারেন্স  

তুমি আপন পাঁচনী লইয়া আপন প্রজাগণকে, স্বতন্ত্র বাসকারী আপনার অধিকারস্বরূপ পাল্‌কে, কর্মিলের মধ্যস্থিত অরণ্যে চরাও; পূর্বকালে যেমন চরিত, তেমনি তাহারা বাশনে ও গিলিয়দে চরুক।


আমিই আমার রাজাকে স্থাপন করিয়াছি আমার পবিত্র সিয়োন-পর্বতে।


আমরা সমভূমির সমস্ত নগর, সল্‌খা ও ইদ্রিয়ী পর্যন্ত সমস্ত গিলিয়দ এবং সমস্ত বাশন, বাশনস্থিত ওগ-রাজ্যের নগর সমূহ হস্তগত করিলাম।


তখন অবীমেলক ও তাহার সঙ্গিগণ সকলে সল্‌মোন পর্বতে উঠিল। আর অবীমেলক কুঠার হস্তে লইয়াছিল; সে বৃক্ষ হইতে একটি শাখা কাটিয়া লইয়া তাহার স্কন্ধে রাখিল, এবং আপন সঙ্গী লোকদিগকে কহিল, তোমরা আমাকে যাহা করিতে দেখিলে, শীঘ্র সেইরূপ কর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন