Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 66:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

5 চল, ঈশ্বরের ক্রিয়া সকল দেখ; মনুষ্য-সন্তানদের বিষয়ে তিনি স্বকর্মে ভয়াবহ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 চল, আল্লাহ্‌র সমস্ত কাজ দেখ; মানুষের বিষয়ে তিনি স্বকর্মে ভয়াবহ।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 এসো আর দেখো ঈশ্বর কী করেছেন, মানুষের জন্য তাঁর অসাধারণ কীর্তি!

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

5 এস, নয়ন ভরে দেখ, মানবসমাজে তাঁর বিস্ময়কর কার্যকলাপ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 চল, ঈশ্বরের ক্রিয়া সকল দেখ; মনুষ্য-সন্তানদের বিষয়ে তিনি স্বকর্ম্মে ভয়াবহ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 ঈশ্বর যা যা করেছেন তার দিকে দেখ! এইসব জিনিস আমাদের বিস্ময় বিহ্বল করে।

অধ্যায় দেখুন কপি




গীত 66:5
11 ক্রস রেফারেন্স  

নিশ্চয়ই যাকোবে মায়াশক্তি নাই, ইস্রায়েলে মন্ত্র নাই; এক্ষণে যাকোবের ও ইস্রায়েলের বিষয় বলা যাইবে, ঈশ্বর কি না সাধন করিয়াছেন।


সদাপ্রভুর কর্ম সকল মহৎ; তৎপ্রীত সকলে সেই সকল অনুশীলন করে।


হে ঈশ্বর-ভীত লোক সকলে, তোমরা আসিয়া শ্রবণ কর; আমার প্রাণের জন্য তিনি যাহা করিয়াছেন, তাহার বর্ণনা করি।


ঈশ্বরকে বল, তোমার কর্ম সকল কি ভয়াবহ! তোমার পরাক্রমের মহত্ত্বে তোমার শত্রুগণ তোমার কর্তৃত্ব স্বীকার করিবে।


চল, সদাপ্রভুর কার্যকলাপ সন্দর্শন কর, যিনি পৃথিবীতে ধ্বংস সাধন করিলেন।


হামের দেশে নানা আশ্চর্য ক্রিয়া, সূফ-সাগরের ধারে নানা ভয়ঙ্কর কার্য করিয়াছিলেন।


তাহারা তোমার মহৎ ও ভয়াবহ নামের স্তব করুক; তিনি পবিত্র।


তাহাদের নেমি উচ্চ ও ভয়ঙ্কর, এবং সেই চারিটি নেমির চারিদিক চক্ষুতে পরিপূর্ণ ছিল।


তিনি পৃথিবীর প্রান্ত পর্যন্ত যুদ্ধ নিবৃত্ত করেন; তিনি ধনু ভগ্ন করেন, বর্শা খণ্ড খণ্ড করেন, তিনি রথ সকল আগুনে পোড়াইয়া দেন।


তিনি লোকবৃন্দকে আমাদের অধীন করেন, জাতিগণকে আমাদের পদতলস্থ করেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন