গীত 65:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 ধন্য সেই, যাহাকে তুমি মনোনীত করিয়া নিকটে আন, সে তোমার প্রাঙ্গণে বাস করিবে; আমরা পরিতৃপ্ত হইব, তোমার গৃহের উত্তম দ্রব্যে, তোমার পবিত্র মন্দিরের উত্তম দ্রব্যে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 সুখী সেই, যাকে তুমি মনোনীত করে কাছে আন, সে তোমার প্রাঙ্গণে বাস করবে; আমরা পরিতৃপ্ত হব তোমার গৃহের উত্তম দ্রব্যে, তোমরা পবিত্র বায়তুল-মোকাদ্দসের উত্তম দ্রব্যে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 ধন্য সেই ব্যক্তি যাকে তুমি মনোনীত করেছ এবং কাছে এনেছ যেন তোমার প্রাঙ্গণে বসবাস করতে পারে! তোমার গৃহের ও তোমার পবিত্র মন্দিরের উত্তম সম্পদে আমরা পরিতৃপ্ত হয়েছি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 ধন্য তারা, যাদের তুমি মনোনীত কর, নিয়ে আস আপন সান্নিধ্যে। তোমার প্রাঙ্গণে তারা করবে বসবাস, তোমার পবিত্র মন্দিরে যেখানে তোমার আবাস, সেই আবাসের সম্পদ প্রাচুর্যে পরিতৃপ্ত হব আমরা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 ধন্য সেই, যাহাকে তুমি মনোনীত করিয়া নিকটে আন, সে তোমার প্রাঙ্গণে বাস করিবে; আমরা পরিতৃপ্ত হইব, তোমার গৃহের উত্তম দ্রব্যে, তোমার পবিত্র মন্দিরের উত্তম দ্রব্যে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 ঈশ্বর, আপনিই আপনার লোকদের মনোনীত করেন। আপনার মন্দিরে এসে আপনার উপাসনা করার জন্য আপনিই আমাদের মনোনীত করেছেন। আপনার মন্দিরে, আপনার পবিত্র প্রাসাদে, যে সব মনোরম জিনিস আছে, তাই দিয়ে আমরা সন্তুষ্ট হব! অধ্যায় দেখুন |