গীত 64:8 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)8 এইরূপে তাহারা উছোট খাইবে; তাহাদের জিহ্বা তাহাদের বিপক্ষ হইবে; যত লোক তাহাদিগকে দেখিবে, সকলে মাথা নাড়িবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 এভাবে তারা হোঁচট খাবে; তাদের জিহ্বা তাদের বিপক্ষ হবে; যত লোক তাদের দেখবে, সকলে উপহাস করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 তিনি তাদের জিভ তাদের বিরুদ্ধেই চালনা করবেন এবং তাদের ধ্বংস করবেন; তাদের এই দশা দেখে সকলে উপহাসে মাথা নাড়াবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 এভাবেই ওদের পতন হবে, ওদের রসনাই ডেকে আনবে ওদের সমূহ সর্বনাশ ওদের দুর্দশা দেখে সকলে করবে উপহাস। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 এইরূপে তাহারা উছোট খাইবে; তাহাদের জিহ্বা তাহাদের বিপক্ষ হইবে; যত লোক তাহাদিগকে দেখিবে, সকলে মাথা নাড়িবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 মন্দ লোকরা অন্য লোকের খারাপ করারই চিন্তা করে। কিন্তু ঈশ্বর ওদের দুষ্ট পরিকল্পনা ভেস্তে দিতে পারেন এবং ঐ কু-পরিকল্পনা ওদের ওপরেই ঘটাতে পারেন। তখন যারাই ওদের দেখবে তারা বিস্ময়ে অভিভূত হয়ে মাথা নাড়াবে। অধ্যায় দেখুন |