গীত 63:3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)3 কারণ তোমার দয়া জীবন হইতেও উত্তম; আমার ওষ্ঠাধর তোমার প্রশংসা করিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 কারণ তোমার অটল মহব্বত জীবন হতেও উত্তম; আমার ওষ্ঠাধর তোমার প্রশংসা করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 আমার মুখ তোমার মহিমা করবে, কারণ তোমার প্রেম জীবনের থেকে উত্তম। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 জীবনের চেয়েও শ্রেয় তোমার অবিচল প্রেম, তাই আমার ওষ্ঠাধর গাইবে তোমার জয়গান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 কারণ তোমার দয়া জীবন হইতেও উত্তম; আমার ওষ্ঠাধর তোমার প্রশংসা করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 আপনার ভালোবাসা জীবনের চেয়েও উত্তম। আমার ওষ্ঠদ্বয় আপনারই প্রশংসা করে। অধ্যায় দেখুন |