গীত 62:3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)3 তোমরা কতকাল একজন মনুষ্যকে আক্রমণ করিবে, সকলে তাহাকে হনন করিবে, হেলিয়া পড়া দেওয়াল ও ভাঙ্গা বেড়ার ন্যায়? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 তোমরা কতকাল এক জন মানুষকে আক্রমণ করবে, সকলে তাকে জবেহ্ করবে, হেলে পড়া দেয়াল ও ভাঙ্গা বেড়ার মত? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 আর কত কাল শত্রুরা আমাকে লাঞ্ছনা করবে? তোমরা সকলে কি আমাকে নিচে ছুঁড়ে ফেলে দেবে? তাদের কাছে আমি এক ভাঙা প্রাচীর ও নড়বড়ে বেড়ার মতো! অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 তোমরা কতকাল আক্রমণ চালাবে হেলে পড়া দেওয়ালের মত, ভাঙ্গা বেড়ার মত ঐ মানুষটির বিরদ্ধে? আর কতকাল তাকে বিধ্বস্ত করবে সকলে মিলে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 তোমরা কত কাল এক জন মনুষ্যকে আক্রমণ করিবে, সকলে তাহাকে হনন করিবে, হেলিয়া পড়া ভিত্তি ও ভাঙ্গা বেড়ার ন্যায়? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 কতক্ষণ তোমরা আমায় আক্রমণ করবে? আমি একটা ঝুঁকে পড়া দেওয়ালের মত। আমি একটা ভগ্ন প্রায় বেড়ার মত। অধ্যায় দেখুন |