গীত 61:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 তিনি চিরকাল ঈশ্বরের সাক্ষাতে বসতি করিবেন; দয়া ও সত্যকে তাঁহার রক্ষার্থে নিযুক্ত কর। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 তিনি চিরকাল আল্লাহ্র সাক্ষাতে বসতি করবেন; অটল মহব্বত ও বিশ্বস্ততাকে তাঁর রক্ষার্থে নিযুক্ত কর। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 তিনি চিরকাল ঈশ্বরের সামনে সিংহাসনে অধিষ্ঠিত থাকুন; তোমার দয়া ও বিশ্বস্ততা তাঁকে সুরক্ষিত রাখুক। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 তিনি চিরকাল ঈশ্বরের সাক্ষাতে সিংহাসনে আসীন থাকুন, তোমার অবিচল প্রেম ও বিশ্বস্ততা রক্ষা করুক তাঁকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 তিনি চিরকাল ঈশ্বরের সাক্ষাতে বসতি করিবেন; দয়া ও সত্যকে তাঁহার রক্ষার্থে নিযুক্ত কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 তাকে চিরদিন ঈশ্বরের সঙ্গে বেঁচে থাকতে দিন! আপনার প্রকৃত ভালোবাসা দিয়ে তাকে আপনি রক্ষা করুন। অধ্যায় দেখুন |