গীত 61:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 আমি চিরকাল তোমার তাম্বুতে বাস করিব, তোমার পক্ষযুগের অন্তরালে আশ্রয় লইব। [সেলা] অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 আমি চিরকাল তোমার তাঁবুতে বাস করবো, তোমার পক্ষযুগের অন্তরালে আশ্রয় নেব। [সেলা।] অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 আমি চিরকাল তোমার তাঁবুতে বসবাস করার আকাঙ্ক্ষা করি এবং তোমার ডানার ছায়াতে আশ্রয় নিই। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 তোমার আবাসে চিরকাল থাকতে দাও আমায় তোমার পক্ষচ্ছায়ায় আশ্রয় দিয়ে আমাকে কর নিরাপদ। সেলা অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 আমি চিরকাল তোমার তাম্বুতে বাস করিব, তোমার পক্ষযুগের অন্তরালে আশ্রয় লইব। সেলা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 আমি চিরদিনের জন্য আপনার তাঁবুতে থাকতে চাই। যেখানে আপনি আমায় সুরক্ষিত করবেন আমি সেখানেই লুকিয়ে থাকতে চাই। অধ্যায় দেখুন |