গীত 60:2 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)2 তুমি দেশ প্রকম্পান্বিত করিয়াছ, বিদীর্ণ করিয়াছ; দেশের ভঙ্গের প্রতীকার কর, কেননা দেশ টলিতেছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 তুমি দেশ প্রকম্পান্বিত করেছ, বিদীর্ণ করেছ; দেশের ভঙ্গের প্রতিকার কর, কেননা দেশ টলছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 তুমি আমাদের দেশ ঝাঁকিয়ে তুলেছ এবং বিদীর্ণ করেছ, দেশের ভাঙনের প্রতিকার করো কারণ দেশ কাঁপছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 তোমার ক্রোধে কেঁপে উঠেছে সারা দেশ, বিদীর্ণ হয়েছে তার বুক, দেশ এখন বিশৃঙ্খল, অস্থির। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 তুমি দেশ কম্পান্বিত করিয়াছ, বিদীর্ণ করিয়াছ; দেশের ভঙ্গের প্রতীকার কর, কেননা দেশ টলিতেছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 আপনিই ভূমিকম্প করিয়েছেন এবং পৃথিবীকে দ্বিধাবিভক্ত করেছেন। আমাদের পৃথিবী টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ছে। দয়া করে একে ঠিক করুন। অধ্যায় দেখুন |