গীত 6:8 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)8 হে অধর্মাচারী সকলে, আমা হইতে দূর হও, কেননা সদাপ্রভু আমার রোদন-রব শুনিয়াছেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 হে অধর্মাচারী সকলে, আমা থেকে দূর হও, কেননা মাবুদ আমার কান্নার আওয়াজ শুনেছেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 তোমরা সবাই যারা অধর্ম করো, আমার কাছ থেকে দূর হও, কারণ সদাপ্রভু আমার কান্না শুনেছেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 দূর হও নরাধম, দুরাচারীর দল আমার সামনে থেকে, প্রভু পরমেশ্বর শুনেছেন আমার কাতর ক্রন্দন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 হে অধর্ম্মাচারী সকলে, আমা হইতে দূর হও, কেননা সদাপ্রভু আমার রোদন-রব শুনিয়াছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 মন্দ লোকরা, তোমরা চলে যাও। কেন? কারণ প্রভু আমার কান্না শুনেছেন। অধ্যায় দেখুন |