গীত 6:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)6 আমি কোঁকাইতে কোঁকাইতে শ্রান্ত হইয়াছি; প্রতিরাত্রি আমি শয্যা ভাসাই, আমি নেত্রজলে খাট ভিজাই। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 প্রতি রাতে আমি বিছানা ভাসাই, আমি নেত্রজলে পালঙ্ক ভিজাই। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 আমি আর্তনাদ করে ক্লান্ত হয়ে পড়েছি। সারারাত ধরে কেঁদে আমি বিছানা ভিজিয়েছি এবং চোখের জলে আমার খাট ভিজিয়েছি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 গুমরে গুমরে কেঁদে আমি ক্লান্ত, নিশীথে নয়ন জলে ভাসে শয্যা আমার, অশ্রুসিক্ত হয় উপাধান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 আমি কোঁকাইতে কোঁকাইতে শ্রান্ত হইয়াছি; প্রতিরাত্রি আমি শয্যা ভাসাই, আমি নেত্রজলে খাট ভিজাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 হে প্রভু, সারা রাত ধরে প্রার্থনা করে আমি নিজেকে ক্ষয় করেছি। আমার চোখের জলে আমার বিছানা ভিজে গেছে। অধ্যায় দেখুন |