গীত 6:3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)3 আমার প্রাণও অতিশয় বিহ্বল হইয়াছে; আর, তুমি, হে সদাপ্রভু, আর কত কাল? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 আমার প্রাণও ভীষণ ভয় পেয়েছে; আর তুমি, হে মাবুদ, আর কত কাল? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 আমার প্রাণ গভীর বেদনায় পূর্ণ, কত কাল, হে সদাপ্রভু, আর কত কাল? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 কী দারুণ ব্যাকুলতা আমার প্রাণে! কতকাল, আর কতকাল হে প্রভু পরমেশ্বর বিরত থাকবে আমায় সাহায্যদানে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 আমার প্রাণও অতিশয় বিহ্বল হইয়াছে; আর, তুমি হে সদাপ্রভু, আর কত কাল? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 প্রভু আমার সারা দেহ টল্মল্ করছে। প্রভু সুস্থ হতে আমার আর কতদিন লাগবে? অধ্যায় দেখুন |