গীত 6:2 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)2 হে সদাপ্রভু, আমাকে কৃপা কর, কেননা আমি ম্লান হইয়াছি; হে সদাপ্রভু, আমাকে সুস্থ কর, কেননা আমার অস্থি সকল বিহ্বল হইয়াছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 হে মাবুদ আমাকে রহম কর, কেননা আমি ম্লান হয়েছি; হে মাবুদ আমাকে সুস্থ কর, কেননা আমার সমস্ত অস্থি ভয়ে কাঁপছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 আমার প্রতি দয়া করো, হে সদাপ্রভু, কারণ আমি দুর্বল; আমায় সুস্থ করো, হে সদাপ্রভু, কারণ আমার হাড়গোড় ব্যথায় পূর্ণ। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 সদয় হও আমার প্রতি হে প্রভু পরমেশ্বর, আমাকে সুস্থ কর, দেহ আমার ক্লিষ্ট, অবসন্ন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 হে সদাপ্রভু, আমাকে কৃপা কর, কেননা আমি ম্লান হইয়াছি; হে সদাপ্রভু, আমাকে সুস্থ কর, কেননা আমার অস্থি সকল বিহ্বল হইয়াছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 প্রভু, আমার প্রতি সদয় হোন, আমি দুর্বল এবং অসুস্থ। আমায় সুস্থ করে দিন কারণ আমার হাড়গুলো নড়বড় করছে। অধ্যায় দেখুন |