গীত 59:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)5 হে সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বর, তুমি সমস্ত জাতিকে প্রতিফল দিবার জন্য উঠ, তুমি কোন অধর্মী বিশ্বাসঘাতকের প্রতি কৃপা করিও না। [সেলা] অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 হে মাবুদ, বাহিনীগণের আল্লাহ্, ইসরাইলের আল্লাহ্, তুমি সমস্ত জাতিকে প্রতিফল দেবার জন্য উঠ, তুমি কোন অধর্মী বিশ্বাসঘাতকের প্রতি কৃপা করো না। [সেলা।] অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 তুমি, সদাপ্রভু, সর্বশক্তিমান ঈশ্বর, তুমি ইস্রায়েলের ঈশ্বর, জাগ্রত হও আর সমস্ত জাতিকে শাস্তি দাও; যারা দুষ্ট দেশদ্রোহী তাদের প্রতি দয়া কোরো না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 হে সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর, তুমি জাগো, সহায় হও আমার, দৃষ্টিপাত কর আমার প্রতি। উদ্যত হও জাতিবৃন্দের দণ্ড বিধানে, দুষ্ট বিশ্বাসঘাতকের প্রতি তুমি করো না দয়া প্রদর্শন। সেলা অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 হে সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বর, তুমি সমস্ত জাতিকে প্রতিফল দিবার জন্য উঠ, তুমি কোন অধর্ম্মী বিশ্বাসঘাতকের প্রতি কৃপা করিও না। সেলা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 প্রভু, আপনিই সর্বশক্তিমান ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বর! উঠুন এবং ঐসব লোককে শাস্তি দিন। ঐসব বদ বিশ্বাসঘাতকদের প্রতি এতটুকু দয়া দেখাবেন না। অধ্যায় দেখুন |