Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 58:10 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

10 ধার্মিক লোক প্রতিফল দেখিয়া আনন্দিত হইবে, সে দুর্জনের রক্তে আপন পাদ প্রক্ষালন করিবে;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 ধার্মিক লোক প্রতিফল দেখে আনন্দিত হবে, সে দুর্জনের রক্ত দিয়ে তার পা ধোবে;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 অন্যায়ের প্রতিকার দেখে ধার্মিকেরা উল্লসিত হবে। দুষ্টদের রক্তে তারা তাদের পা ধুয়ে নেবে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

10 দুর্জনের এই শাস্তি দেখে আনন্দিত হবে ধার্মিকেরা, তার রক্তে তারা করবে পাদপ্রক্ষালন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 ধার্ম্মিক লোক প্রতিফল দেখিয়া আনন্দিত হইবে, সে দুর্জ্জনের রক্তে আপন পাদ প্রক্ষালন করিবে;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 একজন সৎ‌ লোক তখন খুশী হবে যখন সে দেখবে তার প্রতি করা অন্যায় কাজের জন্য মন্দ লোকরা শাস্তি পাচ্ছে। সে সেই রকম সৈনিকের মত হবে যে তার সমস্ত শত্রুদের পরাজিত করেছে।

অধ্যায় দেখুন কপি




গীত 58:10
16 ক্রস রেফারেন্স  

যেন তোমার চরণ রক্তে ডুবাইতে পার, যেন তোমার কুকুরদের জিহ্বা [তোমার] শত্রুগণ হইতে অংশ পায়।


তুমি কেবল স্বচক্ষে নিরীক্ষণ করিবে, দুষ্টগণের প্রতিফল দেখিবে।


ধার্মিক লোক সদাপ্রভুতে আনন্দ করিবে, ও তাঁহার শরণাগত থাকিবে, আর সরলচিত্ত সকলে শ্লাঘা করিবে।


ধার্মিকদের মঙ্গল হইলে নগরে উল্লাস হয়; দুষ্টদের বিনাশ হইলে আনন্দগান হয়;


তাহা দেখিয়া সরল লোক আনন্দিত হয়, আর সমস্ত দুষ্টতা আপন মুখ রুদ্ধ করে।


জাতিগণ, তাঁহার প্রজাদের সহিত হর্ষনাদ কর; কেননা তিনি আপন দাসদের রক্তের প্রতিফল দিবেন, আপন বিপক্ষগণের প্রতিশোধ লইবেন, আপন দেশের জন্য, আপন প্রজাগণের জন্য প্রায়শ্চিত্ত করিবেন।


হে স্বর্গ, হে পবিত্রগণ, হে প্রেরিতগণ, হে ভাববাদিগণ, তোমরা তাহার বিষয়ে আনন্দ কর; কেননা সে তোমাদের প্রতি যে অন্যায় করিয়াছে, ঈশ্বর তাহার প্রতীকার করিয়াছেন।


ধার্মিকেরা তাহা দেখিয়া ভীত হইবে, আর তাহার বিষয়ে উপহাস করিয়া বলিবে,


আমার পদচিহ্ন ক্ষীরে প্রক্ষলিত হইত, আমার জন্য শৈল তৈলের নদী বহাইত।


ইহা দেখিয়া ধার্মিকগণ আনন্দ করে, নির্দোষ লোকে উহাদিগকে ঠাট্টা করিয়া বলে,


হে সদাপ্রভু, তোমার সকল শত্রু এইরূপে বিনষ্ট হউক, কিন্তু তোমার প্রেমকারিগণ সপ্রতাপে গমনকারী সূর্যের সদৃশ হউক। পরে চল্লিশ বৎসর দেশ নিষ্কণ্টকে থাকিল।


পরে নগরের বাহিরে ঐ কুণ্ডে তাহা দলন করা গেল, তাহাতে কুণ্ড হইতে রক্ত বাহির হইল, এবং অশ্বগণের বল্‌গা পর্যন্ত উঠিয়া এক সহস্র ছয়শত তীর ব্যাপ্ত হইল।


যখন ঘূর্ণবায়ু বহিয়া যায়, দুষ্ট আর নাই; কিন্তু ধার্মিক নিত্যস্থায়ী ভিত্তিমূলস্বরূপ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন