গীত 57:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 আমার চিত্ত সুস্থির, হে ঈশ্বর, আমার চিত্ত সুস্থির; আমি গান করিব, আমি স্তব করিব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 আমার অন্তর সুস্থির, হে আল্লাহ্, আমার অন্তর সুস্থির; আমি কাওয়ালী গাইব, আমি প্রশংসা-গজল করবো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 হে ঈশ্বর, আমার হৃদয় তোমাতে অবিচল, আমার হৃদয় অবিচল; আমি গান গাইব ও সংগীত রচনা করব। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 অটল আস্থায় চিত্ত আমার অবিচল, হে ঈশ্বর, আমি মহানন্দে গাইব তোমার প্রশংসাগান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 আমার চিত্ত সুস্থির, হে ঈশ্বর, আমার চিত্ত সুস্থির; আমি গান করিব, আমি স্তব করিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 কিন্তু ঈশ্বর আমায় নিরাপদে রাখবেন। তিনি আমায় সাহস দেবেন এবং আমি তাঁর প্রশংসা করবো। অধ্যায় দেখুন |