গীত 55:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 দেখ, আমি ভ্রমণ করিয়া দূরে যাইতাম, প্রান্তরে প্রবাস করিতাম; [সেলা] অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 দেখ, আমি ভ্রমণ করে দূরে যেতাম, মরুভূমিতে প্রবাস করতাম; [সেলা।] অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 আমি দূরে চলে যেতাম আর মরুভূমিতে বসবাস করতাম। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 হ্যাঁ, আমি চলে যেতাম অনেক দূরে। তেপান্তরের মাঠে গিয়ে ঘর বাঁধতাম। সেলা অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 দেখ, আমি ভ্রমণ করিয়া দূরে যাইতাম, প্রান্তরে প্রবাস করিতাম; সেলা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 আমি মরুভূমির অনেক দূরের কোন জায়গায় চলে যেতাম। অধ্যায় দেখুন |