গীত 55:17 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)17 সন্ধ্যায়, প্রাতে ও মধ্যাহ্নে আমি বিলাপ করি ও কোঁকাই, আর তিনি আমার রব শুনেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 সন্ধ্যায়, প্রাতে ও মধ্যাহ্নে আমি মাতম ও আর্তনাদ করি, আর তিনি আমার স্বর শোনেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 সন্ধ্যা, সকাল আর দুপুরে, আমি আমার যন্ত্রণায় কাঁদি, আর তিনি আমার কণ্ঠস্বর শোনেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 সন্ধ্যা, সকাল ও মধ্যাহ্নে আমি জানাব আমার আর্ত নিবেদন, তিনি শুনবেন আমার রব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 সন্ধ্যায়, প্রাতে ও মধ্যাহ্নে আমি বিলাপ করি ও কোঁকাই, আর তিনি আমার রব শুনেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 সন্ধ্যায়, সকালে, দুপুরে আমি ঈশ্বরের সঙ্গে কথা বলি। আমি তাঁকে বলব, কোন্ বিষয় আমাকে ক্লেশগ্রস্ত করে এবং তিনি আমার কথা শোনেন। অধ্যায় দেখুন |