গীত 54:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 কারণ তিনি আমাকে সমস্ত সঙ্কট হইতে উদ্ধার করিয়াছেন, এবং আমার চক্ষু আমার শত্রুগণের দশা দেখিয়াছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 কারণ তিনি আমাকে সমস্ত সঙ্কট থেকে উদ্ধার করেছেন, এবং আমার চোখ আমার দুশমনদের দুর্দশা দেখেছে । অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 আমার সব সংকট থেকে তুমি আমাকে উদ্ধার করেছ, এবং বিজয়ীর দৃষ্টিতে আমার চোখ আমার শত্রুদের দিকে দেখেছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 তুমি আমায় করেছ উদ্ধার সকল সঙ্কট থেকে, স্বচক্ষে আমি দেখেছি শত্রুর দুর্দশা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 কারণ তিনি আমাকে সমস্ত সঙ্কট হইতে উদ্ধার করিয়াছেন, এবং আমার চক্ষু আমার শত্রুগণের দশা দেখিয়াছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 আমি আপনার নামের প্রশংসা করব কারণ আমার সব সঙ্কট থেকে আপনি আমায় রক্ষা করেছেন। আমি আমার শত্রুদের পরাজিত হতে দেখেছি। অধ্যায় দেখুন |