গীত 52:9 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)9 চিরকাল আমি তোমার স্তব করিব, কেননা তুমি কার্য সাধন করিয়াছ; আমি তোমার সাধুগণের সম্মুখে তোমার নামের অপেক্ষা করিব, কেননা তাহা উত্তম। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 চিরকাল আমি তোমার প্রশংসা করবো, কেননা তুমি কাজ সাধন করেছ; আমি তোমার বিশ্বস্ত লোকের সম্মুখে তোমার নাম তবলিগ করবো, কেননা তা উত্তম। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 তুমি যা কিছু করেছ, তার জন্য আমি, তোমার বিশ্বস্ত প্রজাদের সামনে, সর্বদা তোমার ধন্যবাদ করব। এবং আমি তোমার নামে আশা রাখব কারণ তোমার নাম মঙ্গলময়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 হে ঈশ্বর, অশেষ মঙ্গল তুমি করেছ সাধন, তাই আমি গাইব তোমার স্তবগান। তুমি মঙ্গলময়— একথা আমি করব প্রচার তোমার ভক্তমণ্ডলীর মাঝে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 চিরকাল আমি তোমার স্তব করিব, কেননা তুমি কার্য্য সাধন করিয়াছ; আমি তোমার সাধুগণের সম্মুখে তোমার নামের অপেক্ষা করিব, কেননা তাহা উত্তম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 ঈশ্বর যা কিছু আপনি করেছেন তার জন্য চিরদিন আমি আপনার প্রশংসা করবো। আপনার ভক্তদের সামনে আমি আপনার নামের প্রশস্তি গীত করবো, কারণ সেটা খুব ভালো! অধ্যায় দেখুন |