গীত 51:16 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)16 কেননা তুমি বলিদানে প্রীত নহ, হইলে তাহা দিতাম, হোমে তোমার সন্তোষ নাই। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 কেননা তুমি কোরবানীতে প্রীত নহ, হলে তা দিতাম, পোড়ানো-কোরবানীতে তোমার সন্তোষ নেই। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 তুমি নৈবেদ্যতে আমোদ করো না, করলে আমি নিয়ে আসতাম; তুমি হোমবলি চাওনি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 বলিদানে তুমি প্রীত নও, আমার নিবেদিত হোমবলি প্রসন্ন করে না তোমায় অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 কেননা তুমি বলিদানে প্রীত নহ, হইলে তাহা দিতাম হোমে তোমার সন্তোষ নাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 প্রকৃতপক্ষে আপনি কোন বলি চান না। যদি আপনি চাইতেন আমি তা আপনার উদ্দেশ্যে দিতাম। তাহলে কেন আপনাকে হোমবলি দেব যা আপনি প্রকৃত পক্ষে চান না! অধ্যায় দেখুন |