Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 50:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

13 আমি কি বৃষমাংস ভোজন করিব? আমি কি ছাগরক্ত পান করিব?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

13 আমি কি ষাঁড়ের মাংস ভোজন করবো? আমি কি ছাগলের রক্ত পান করবো?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

13 আমি কি বলদের মাংস খাই বা ছাগলের রক্ত পান করি?

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

13 তোমরা কি মনে কর বৃষমাংস আমার ভক্ষ্য? ছাগরক্ত আমার পানীয়?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 আমি কি বৃষমাংস ভোজন করিব? আমি কি ছাগরক্ত পান করিব?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

13 আমি ষাঁড়ের মাংস খাই না অথবা ছাগলের দেহ থেকে রক্ত পান করি না।”

অধ্যায় দেখুন কপি




গীত 50:13
7 ক্রস রেফারেন্স  

কেহ যদি স্তবার্থক বলি আনে, তবে সে স্তববলির সহিত তৈলমিশ্রিত তাড়ীশুন্য রুটি, তৈলাক্ত তাড়ীশুন্য সরুচাকলী, তৈলসিক্ত সূক্ষ্ম সুজি ও তৈলাক্ত পিষ্টক নিবেদন করিবে।


যাহা তাহাদের বলির মেদ ভোজন করিত, তাহাদের পেয় নৈবেদ্যের দ্রাক্ষারস পান করিত? তাহারাই উঠিয়া তোমাদের সাহায্য করুক, তাহারাই তোমাদের আশ্রয় হউক।


ইহারা গোষ্ঠীদিগকে পর্বতে আহ্বান করিবে; সেই স্থানে ধার্মিকতার বলি উৎসর্গ করিবে, কেননা ইহারা সমুদ্রের বহুল দ্রব্য, এবং বালুকার গুপ্ত ধন সকল শোষণ করিবে।


তাহাই সদাপ্রভুর দৃষ্টিতে তুষ্টিকর হইবে, গরু অপেক্ষা, শৃঙ্গ ও খুরযুক্ত বৃষ অপেক্ষা হইবে।


নম্রগণ তাহা দেখিয়া আনন্দ করিবে; ঈশ্বরান্বেষিগণ! তোমাদের হৃদয় সঞ্জীবিত হউক।


ঈশ্বর আত্মা; আর যাহারা তাঁহার ভজনা করে, তাহাদিগকে আত্মায় ও সত্যে ভজনা করিতে হইবে।


অতএব, হে ভ্রাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ কর, ইহাই তোমাদের চিত্ত-সঙ্গত আরাধনা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন