গীত 5:8 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)8 হে সদাপ্রভু, আমার গুপ্ত শত্রুগণ হেতু তুমি আপন ধর্মশীলতায় আমাকে চালাও, আমার সম্মুখে তোমার পথ সরল কর। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 হে মাবুদ, আমার গুপ্ত দুশমনদের হেতু তুমি তোমার ধর্মশীলতায় আমাকে চালাও, আমার সম্মুখে তোমার পথ সরল কর। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 হে সদাপ্রভু, তোমার ধার্মিকতায় আমাকে চালনা করো, নতুবা আমার শত্রুগণ আমার উপরে জয়লাভ করবে। তোমার পথ আমার সামনে সরল করো যেন অনুসরণ করতে পারি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 হে প্রভু পরমেশ্বর, প্রবল আমার বিরোধী দল, চালনা কর আমায় তোমারই ধর্মপথে, সহজ করে দাও এ পথ আমার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 হে সদাপ্রভু, আমার গুপ্ত শত্রুগণ হেতু তুমি আপন ধর্ম্মশীলতায় আমাকে চালাও, আমার সম্মুখে তোমার পথ সরল কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 প্রভু আমার, আপনার সঠিক জীবনযাত্রা আমার কাছে উদ্ঘাটন করুন। লোকেরা আমার দুর্বলতা খুঁজছে। তাই যেমনভাবে আমার বেঁচে থাকা উচিৎ তা আমায় দেখিয়ে দিন। অধ্যায় দেখুন |