গীত 5:2 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)2 মম রাজন্, মম ঈশ্বর, মম আর্তনাদের রব শুন, কেননা আমি তোমারই কাছে প্রার্থনা করিতেছি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 হে আমার বাদশাহ্, হে আমার আল্লাহ্, আমার আর্তনাদের স্বর শোন, কেননা আমি তোমারই কাছে মুনাজাত করছি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 আমার সাহায্যের আর্তনাদ শোনো, হে আমার রাজা আমার ঈশ্বর, তোমার কাছেই আমি প্রার্থনা করি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 হে আমার রাজা, আমার আরাধ্য ঈশ্বর, শ্রবণ কর আমার আর্তনাদ, আমি তোমারই কাছে জানাই মিনতি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 মম রাজন্, মম ঈশ্বর, মম আর্ত্তনাদের রব শুন, কেননা আমি তোমারই কাছে প্রার্থনা করিতেছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 হে আমার ঈশ্বর, হে রাজন, আমার প্রার্থনা শুনুন। অধ্যায় দেখুন |