Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 5:2 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

2 মম রাজন্‌, মম ঈশ্বর, মম আর্তনাদের রব শুন, কেননা আমি তোমারই কাছে প্রার্থনা করিতেছি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 হে আমার বাদশাহ্‌, হে আমার আল্লাহ্‌, আমার আর্তনাদের স্বর শোন, কেননা আমি তোমারই কাছে মুনাজাত করছি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 আমার সাহায্যের আর্তনাদ শোনো, হে আমার রাজা আমার ঈশ্বর, তোমার কাছেই আমি প্রার্থনা করি।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

2 হে আমার রাজা, আমার আরাধ্য ঈশ্বর, শ্রবণ কর আমার আর্তনাদ, আমি তোমারই কাছে জানাই মিনতি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 মম রাজন্‌, মম ঈশ্বর, মম আর্ত্তনাদের রব শুন, কেননা আমি তোমারই কাছে প্রার্থনা করিতেছি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 হে আমার ঈশ্বর, হে রাজন, আমার প্রার্থনা শুনুন।

অধ্যায় দেখুন কপি




গীত 5:2
13 ক্রস রেফারেন্স  

হে প্রার্থনা-শ্রবণকারী, তোমারই কাছে মর্ত্যমাত্র আসিবে।


আমি স্বরবে সদাপ্রভুকে ডাকি, আর তিনি আপন পবিত্র পর্বত হইতে আমাকে উত্তর দেন। [সেলা]


কেননা সদাপ্রভু আমাদের বিচারকর্তা, সদাপ্রভু আমাদের ব্যবস্থাপক, সদাপ্রভু আমাদের রাজা, তিনিই আমাদিগকে পরিত্রাণ করিবেন।


আমি তোমার প্রতিষ্ঠা করিব, হে আমার ঈশ্বর, হে রাজন্‌, আমি অনন্তকাল তোমার নামের ধন্যবাদ করিব।


সত্য, চটকপক্ষী এক কুলায় পাইয়াছে, খঞ্জনপক্ষী নিজ শাবক রাখিবার এক বাসা পাইয়াছে; তোমার বেদিই সেই স্থান, হে বাহিনীগণের সদাপ্রভু, আমার রাজন্‌, আমার ঈশ্বর।


তথাপি ঈশ্বরই পূর্বাবধি আমার রাজা, পৃথিবীর মধ্যে পরিত্রাণের সাধনকর্তা।


হে ঈশ্বর, তুমিই আমার রাজা; যাকোবকে পরিত্রাণ করিতে আজ্ঞা হউক।


সদাপ্রভু অনন্তকালীন রাজা; জাতিগণ তাঁহার দেশ হইতে লুপ্ত হইয়াছে।


তথাপি হে সদাপ্রভু, আমার ঈশ্বর, তুমি আপন দাসের প্রার্থনায় ও বিনতিতে মনোযোগ কর, তোমার দাস অদ্য তোমার নিকটে যে কাকূক্তি ও প্রার্থনা করিতেছে, তাহা শুন।


তুমি আমার রব শুনিয়াছ; আমার নিঃশ্বাস, আমার আর্তনাদ হইতে কর্ণ লুকাইও না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন