গীত 49:12 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)12 কিন্তু মনুষ্য ঐশ্বর্যশালী হইলেও স্থির থাকে না; সে নশ্বর পশুদের সদৃশ। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 কিন্তু মানুষ ঐশ্বর্যশালী হলেও স্থির থাকে না; সে পশুদের মতই ধ্বংস হয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 মানুষ, তাদের ধনসম্পত্তি সত্ত্বেও, স্থায়ী হয় না; তারা পশুর মতো বিনষ্ট হয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 পার্থিব সম্পদ কখনও তাকে পারে না বাঁচাতে মৃত্যুর কবল থেকে, মৃত্যু হয় তার নশ্বর জীবেরই মত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 কিন্তু মনুষ্য ঐশ্বর্য্যশালী হইলেও স্থির থাকে না; সে নশ্বর পশুদিগের সদৃশ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 লোকরা ধনী হয়ে যেতে পারে কিন্তু চিরদিন তারা এখানে থাকবে না। আর পাঁচটা পশুর মত তারাও মরবে। অধ্যায় দেখুন |