গীত 49:1 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)1 হে সমুদয় জাতি, তোমরা ইহা শ্রবণ কর; জগন্নিবাসিগণ সকলে, কর্ণপাত কর। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 হে সমস্ত জাতি, তোমরা এই কথা শোন,; জগৎবাসীরা সকলে, কান দাও। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ1 হে লোকসকল, তোমরা শোনো; সকল পৃথিবীবাসীরা, কর্ণপাত করো, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 শোন হে জাতিবৃন্দ, আমার কথা শোন, শোন জগতের সকল অধিবাসী, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 হে সমুদয় জাতি, তোমরা ইহা শ্রবণ কর; জগন্নিবাসিগণ সকলে, কর্ণপাত কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 হে জাতিসকল, তোমরা শোন। পৃথিবীর সকল মানুষ, তোমরা শোন। অধ্যায় দেখুন |