গীত 48:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 তুমি পূর্বীয় বায়ু দ্বারা তর্শীশের জাহাজ সকল ভগ্ন করিয়া থাক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 তুমি পূর্বীয় বায়ু দ্বারা তর্শীশের জাহাজগুলো ভগ্ন করে থাক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 পূবের বাতাসে চূর্ণবিচূর্ণ হওয়া তর্শীশের জাহাজের মতো তুমি তাদের ধ্বংস করেছিলে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 প্রচণ্ড পূবালী ঝড়ে আন্দোলিত ভাঙ্গা জাহাজের মত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 তুমি পূর্ব্বীয় বায়ু দ্বারা তর্শীশের জাহাজ সকল ভগ্ন করিয়া থাক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 ঈশ্বর একটা দমকা পূবের বাতাস দিয়েই আপনি ওদের বড় জাহাজ ধ্বংস করে দিয়েছেন। অধ্যায় দেখুন |