গীত 48:11 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)11 সিয়োন পর্বত আনন্দ করুক, যিহূদার কন্যারা উল্লসিত হউক, তোমার শাসননিচয়ের জন্য। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 সিয়োন পর্বত আনন্দ করুক, এহুদার কন্যারা উল্লসিত হোক, তোমার ন্যায়বিচারের জন্য। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 তোমার ন্যায়বিচারে, সিয়োন পর্বত উল্লাস করে, যিহূদার গ্রামগুলি আনন্দিত হয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 তোমার ন্যায্যবিচারে আনন্দিত হোক সিয়োন পর্বত যিহুদীয়ার প্রতি জনপদে উঠুক হর্ষধ্বনি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 সিয়োন পর্ব্বত আনন্দ করুক, যিহূদার কন্যারা উল্লাসিত হউক, তোমার শাসননিচয়ের জন্য। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 ঈশ্বর, সিয়োন পর্বত সত্যই সুখী। আপনার সিদ্ধান্তের জন্য যিহূদার শহরগুলি আনন্দ করছে। অধ্যায় দেখুন |