গীত 44:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 হে ঈশ্বর, তুমিই আমার রাজা; যাকোবকে পরিত্রাণ করিতে আজ্ঞা হউক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 হে আল্লাহ্, তুমিই আমার বাদশাহ্; তুমি ইয়াকুবকে বিজয় দান করতে হুকুম দাও। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 তুমি আমার রাজা আমার ঈশ্বর, যাকোবকে বিজয়ী করতে আদেশ দিয়েছ। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 হে প্রভু পরমেশ্বর, তুমিই আমার রাজা, আমার আরাধ্য ঈশ্বর তুমিই তোমার প্রজা ইসরায়েলকে কর উদ্ধার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 হে ঈশ্বর, তুমিই আমার রাজা; যাকোবকে পরিত্রাণ করিতে আজ্ঞা হউক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 হে ঈশ্বর, আপনিই আমার রাজা। আপনি আজ্ঞা দিন এবং যাকোবের লোকদের জয়ের পথে পরিচালিত করুন। অধ্যায় দেখুন |