গীত 44:23 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)23 জাগ্রত হও, হে প্রভু, কেন নিদ্রা যাও? উঠ, চিরকালের নিমিত্ত ত্যাগ করিও না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস23 জাগ্রত হও, হে মালিক, কেন নিদ্রা যাও? উঠ, চিরকালের জন্য ত্যাগ করো না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ23 ওঠো, হে সদাপ্রভু! কেন তুমি ঘুমিয়ে? জাগ্রত হও! চিরকাল আমাদের ত্যাগ কোরো না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)23 হে প্রভু পরমেশ্বর, জাগ্রত হও! কেন তুমি আজ নিদ্রামগ্ন? জাগো, আমাদের করো না পরিত্যাগ চিরতরে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)23 জাগ্রৎ হও, হে প্রভু, কেন নিদ্রা যাও? উঠ; চিরকালের নিমিত্ত ত্যাগ করিও না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল23 হে আমার প্রভু, উঠুন! কেন আপনি ঘুমাচ্ছেন? উঠুন! চিরদিনের জন্য আমাদের ত্যাগ করবেন না! অধ্যায় দেখুন |