গীত 43:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 তাহাতে আমি ঈশ্বরের বেদির কাছে যাইব, আমার পরমানন্দজনক ঈশ্বরের সম্মুখে যাইব; আর হে ঈশ্বর, আমার ঈশ্বর, আমি বীণাযন্ত্রে তোমার স্তব করিব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 তাতে আমি আল্লাহ্র কোরবানগাহ্র কাছে যাব, আমার পরমানন্দজনক আল্লাহ্র সম্মুখে যাব; আর হে আল্লাহ্, আমার আল্লাহ্, আমি বীণাযন্ত্রে তোমার প্রশংসা করবো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 তখন আমি ঈশ্বরের বেদির কাছে যাব, ঈশ্বরের সান্নিধ্যে—যিনি আমার সব আনন্দের উৎস। হে ঈশ্বর, আমার ঈশ্বর সুরবাহারের ঝংকারে আমি তোমার স্তুতি করব। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 আমি তখন তোমার বেদীর কাছে যাব হে ঈশ্বর, আমার পরমানন্দের আধার তুমি, তোমারই কাছে যাব আমি। হে ঈশ্বর, আমার আরাধ্য ঈশ্বর, বীণাযন্ত্রে আমি গাইব তোমার বন্দনাগান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 তাহাতে আমি ঈশ্বরের বেদির কাছে যাইব, আমার পরমানন্দজনক ঈশ্বরের কাছে যাইব; আর হে ঈশ্বর, আমার ঈশ্বর, আমি বীণাযন্ত্রে তোমার স্তব করিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 আমি ঈশ্বরের বেদীর কাছে যাবো। আমি সেই ঈশ্বরের কাছে যাবো, যিনি আমায় এত সুখী করেছেন। ঈশ্বর, হে আমার ঈশ্বর, আমি বীণা বাজিয়ে আপনার প্রশংসা করবো। অধ্যায় দেখুন |