গীত 41:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)5 আমার শত্রুগণ আমার বিরুদ্ধে হিংসার কথা কহে- ‘সে কখন মরিবে? কখন তাহার নাম লুপ্ত হইবে?’ অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 আমার দুশমনেরা আমার বিরুদ্ধে হিংসার কথা বলে, ‘সে কখন মরবে? কখন তার নাম মুছে যাবে?’ অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 আক্রোশে আমার শত্রুরা আমার সম্বন্ধে বলে, “কখন তার মৃত্যু হবে ও তার নাম লুপ্ত হবে?” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 ঈর্ষার বশে আমার শত্রুরা বলে, ও কখন মরবে? কখন বিলুপ্ত হবে ওর নাম? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 আমার শত্রুগণ আমার বিরুদ্ধে হিংসার কথা কহে,— ‘সে কখন মরিবে? কখন তাহার নাম লুপ্ত হইবে?’ অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 আমার শত্রুরা আমার সম্পর্কে খারাপ কথা বলছে। তারা বলে, “যখন ও মারা যাবে তখন ওর নাম মুছে যাবে।” অধ্যায় দেখুন |