Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 41:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

5 আমার শত্রুগণ আমার বিরুদ্ধে হিংসার কথা কহে- ‘সে কখন মরিবে? কখন তাহার নাম লুপ্ত হইবে?’

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 আমার দুশমনেরা আমার বিরুদ্ধে হিংসার কথা বলে, ‘সে কখন মরবে? কখন তার নাম মুছে যাবে?’

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 আক্রোশে আমার শত্রুরা আমার সম্বন্ধে বলে, “কখন তার মৃত্যু হবে ও তার নাম লুপ্ত হবে?”

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

5 ঈর্ষার বশে আমার শত্রুরা বলে, ও কখন মরবে? কখন বিলুপ্ত হবে ওর নাম?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 আমার শত্রুগণ আমার বিরুদ্ধে হিংসার কথা কহে,— ‘সে কখন মরিবে? কখন তাহার নাম লুপ্ত হইবে?’

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 আমার শত্রুরা আমার সম্পর্কে খারাপ কথা বলছে। তারা বলে, “যখন ও মারা যাবে তখন ওর নাম মুছে যাবে।”

অধ্যায় দেখুন কপি




গীত 41:5
13 ক্রস রেফারেন্স  

ধার্মিকের স্মৃতি আশীর্বাদের বিষয়; কিন্তু দুষ্টদের নাম পচিয়া যাইবে।


শত্রুরা সমস্ত দিন আমাকে তিরস্কার করে, যাহারা আমার বিরুদ্ধে ক্রোধোন্মত্ত, তাহারা আমার নাম লইয়া শাপ দেয়।


যাহারা আমার প্রাণের অন্বেষণ করে, তাহারা ফাঁদ পাতে; যাহারা আমার অনিষ্ট চেষ্টা করে, তাহারা বিনাশের কথা কহে, আর সমস্ত দিন ছলের চিন্তা করে।


তথাপি সে আপন বিষ্ঠার ন্যায় চিরতরে বিনষ্ট হইবে; যাহারা তাহাকে দেখিত, তাহারা বলিবে, সে কোথায়?


পৃথিবী হইতে তাহার স্মৃতি লুপ্ত হইবে, পথে কেহ তাহার নাম করিবে না।


কেননা আমি নিজে আমার অধর্ম সকল জানি; আমার পাপ সতত আমার সম্মুখে আছে।


দেখ, তুমি আন্তরিক সত্যে প্রীত, তুমি গূঢ় স্থানে আমাকে প্রজ্ঞা শিক্ষা দিবে।


আমার গুপ্ত শত্রুগণ সমস্ত দিন আমাকে গ্রাস করিতে চাহিতেছে; কেননা অনেকে সদর্পে আমার বিরুদ্ধে যুদ্ধ করিতেছে।


আমি পরাৎপর ঈশ্বরকে ডাকিব, আমার জন্য কার্যসাধক ঈশ্বরকেই ডাকিব।


এইরূপে যেন পৃথিবীতে তোমার পথ, ও সমস্ত জাতির মধ্যে তোমার পরিত্রাণ বিদিত হয়।


হে প্রভু, আমার প্রতি কৃপা কর, কেননা আমি সমস্ত দিন তোমাকে ডাকি।


আমার প্রতি ফির, এবং আমাকে কৃপা কর, তোমার দাসকে তোমার শক্তি দেও, তোমার দাসীর পুত্রকে ত্রাণ কর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন