গীত 41:1 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)1 ধন্য সেই জন, যে দীনহীনের পক্ষে চিন্তাশীল; বিপদের দিনে সদাপ্রভু তাহাকে নিস্তার করিবেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 সুখী সেই জন, যে দীনহীনের প্রতি চিন্তাশীল; বিপদের দিনে মাবুদ তাকে নিস্তার করবেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ1 ধন্য সেই ব্যক্তি, যে দীনহীনদের জন্য চিন্তা করে; সংকটের দিনে সদাপ্রভু তাদের উদ্ধার করেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 ধন্য সেই জন, দীনহীনের বন্ধু যে বিপদের দিনে প্রভু তাকে করবেন উদ্ধার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 ধন্য সেই জন, যে দীনহীনের পক্ষে চিন্তাশীল; বিপদের দিনে সদাপ্রভু তাহাকে নিস্তার করিবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 সেই ব্যক্তি যে দীন দরিদ্রকে সফল হতে সাহায্য করে, সে বিপুল পরিমানে আশীর্বাদ পাবে। সমস্যার সময় প্রভু তাকে উদ্ধার করবেন। অধ্যায় দেখুন |