গীত 4:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 তুমি আমার অন্তঃকরণে এমন আহ্লাদ দিয়াছ, যাহা উহাদের গোধূম ও দ্রাক্ষারসের বাহুল্যকালেও হয় না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 তুমি আমার অন্তঃকরণে এমন আনন্দ দিয়েছ, যা ওদের শস্য ও প্রচুর আঙ্গুর-রসের সময়েও হয় না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 তাদের ফসল ও নতুন দ্রাক্ষারসের প্রাচুর্য থেকেও তুমি আমার হৃদয় আনন্দে পূর্ণ করেছ। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 ফসল ও দ্রাক্ষারসের প্রাচুর্যে ওদের যে আনন্দ তার চেয়েও মহত্তর আনন্দে তুমি পূর্ণ করেছ আমার হৃদয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 তুমি আমার অন্তঃকরণে এমন আহ্লাদ দিয়াছ, যাহা উহাদের গোধূম ও দ্রাক্ষারসের বাহুল্যকালেও হয় না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 প্রভু, আপনি আমায় প্রচণ্ড সুখী করেছেন! ফসলের সময়, যখন আমাদের কাছে প্রচুর শস্য এবং দ্রাক্ষারস ছিল তখনকার চেয়েও আমি এখন বেশী খুশী। অধ্যায় দেখুন |