গীত 4:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)6 অনেকে বলে, কে আমাদিগকে মঙ্গল দেখাইবে? হে সদাপ্রভু আমাদের প্রতি নিজ মুখের দীপ্তি উদিত কর। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 অনেকে বলে, কে আমাদেরকে মঙ্গল দেখাবে? হে মাবুদ আমাদের প্রতি নিজের মুখের আলো উদিত কর। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 সদাপ্রভু, অনেকে প্রশ্ন করছে, “কে আমাদের উন্নতি ঘটাবে?” তোমার মুখের জ্যোতি আমাদের উপর উজ্জ্বল হোক। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 অনেকে প্রার্থনা করে, বলে, তুমি ছাড়া কে আমাদের মঙ্গল করতে পারে? হে প্রভু পরমেশ্বর বিকিরণ কর আমাদের উপর তোমার শ্রীমুখের জ্যোতি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 অনেকে বলে, কে আমাদিগকে মঙ্গল দেখাইবে? হে সদাপ্রভু, আমাদের প্রতি নিজ মুখের দীপ্তি উদিত কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 অনেকে বলে, “কে আমাদের ঈশ্বরের ধার্ম্মিকতা দেখাবে? প্রভু, আপনার দীপ্তিময় মুখখানি আমাদের দেখতে দিন!” অধ্যায় দেখুন |