গীত 39:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 এখন, হে প্রভু, আমি কিসের অপেক্ষা করি? তোমাতেই আমার প্রত্যাশা। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 এখন, হে মালিক, আমি কিসের অপেক্ষা করি? তোমাতেই আমার প্রত্যাশা। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 “কিন্তু এখন, হে সদাপ্রভু, আমি কীসের আশায় থাকব? আমার আশা একমাত্র তোমাতেই। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 হে প্রভু, আমি তাহলে কিসের আশায় থাকব? তুমিই আমার আশা ও ভরসা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 এখন, হে প্রভু, আমি কিসের অপেক্ষা করি? তোমাতেই আমার প্রত্যাশা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 তাই প্রভু, আমি আর কী আশা রাখবো? আপনিই আমার আশা! অধ্যায় দেখুন |